সুলভ শৌচাগারগুলোতে একটা সাবান অনেকেই ব্যবহার করে। এক্ষেত্রে কোনো স্বাস্থ্যঝুঁকি রয়েছে কি?

1 Answers   8.5 K

Answered 3 years ago

অনেক লোকের ব্যাবহার করা সাবান কতটুকু স্বাস্থ্যসম্মত!

সাবান ভাইরাস,ব্যাকটেরিয়া থেকে কতটা সুরক্ষিত সেটা জানতে, ১৯৬৫ সালে একটি পরীক্ষা করেছিলেন মার্কিন বিজ্ঞানীরা। পরীক্ষার বিষয় ছিল।

স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটোরিয়ানিয়ে।

স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ছড়াতে পারে একজনের দেহ থেকে আরেক জনের দেহে। কিন্তু সাবানের মধ্যমে ছড়াতে পারে না।

বাঙলাদেশের বিশেষজ্ঞ দের অভিমত।

ক্ষার জাতীয় সাবান এ করোনা ভাইরাস বেশি সময় বেঁচে থাকতে পারে না। যে কোন সাবান দিয়ে ভালো করে ২০সেকেন্ড হাতের কব্জি পর্যন্ত ভালো করে ধুয়ে ফেললে হাতে লেগে থাকা ময়লার সাথে ভাইরাস ও পানির সাথে চলে যায়।

Bread Rana
breadrana05
298 Points

Popular Questions