সুপার স্টোরগুলিতে ক্রেতাদের পকেট কাটতে তারা কিরকম কৌশল গ্রহণ করে?

1 Answers   2.2 K

Answered 2 years ago

সুপার মার্কেটগুলো প্রথমে আপনাকে বিজ্ঞাপনী চমকের মায়াজালে বন্দী করবে। বিভিন্ন সংবাদপত্র এবিং ডিজিটাল মিডিয়ায় এমন ভাবে বিজ্ঞাপনী চমক সৃষ্টি করবে তাতে আপনার প্রলুব্ধ হওয়ার যথেষ্ট কারণ মজুত থাকবে।

তাদের এই পাতা ফাঁদে যদি একবার পা দিয়েছেন তাহলে আর আপনার পরিত্রাণ নেই। এবার তারা আপনার সামনে ছড়িয়ে দেবে ছাড়ের মায়াজাল। যার ফাঁস কেটে বের হওয়া আপনার পক্ষে কার্যত অসম্ভব। এখন প্রযুক্তির কল্যাণে আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত জীবনে যে কেউ উঁকি দিতেই পারে মোটা অর্থের বিনিময়ে। এই মূহুর্তে সেটাই সবথেকে হিট বিপণন কৌশল। আপনার জীবনের বিশেষ দিনগুলো যেমন আপনার জন্মদিন বা আপনার বিয়ের তারিখ আপনি হয়তো বা কাজের চাপে ভুলে যেতেই পারেন কিন্ত্ত তারা ভুলবে না। ঠিক আপনাকে মনে করিয়ে দেবে বিভিন্নরকম ছাড়ের বিজ্ঞাপন দিয়ে। যাতে এক লপ্তে আপনার পকেটটা অনেকটা হাল্কা করা যায়। অনেক ক্ষেত্রেই এই ছাড়ের প্রলোভনে পা দিয়ে আপনি এমন কিছু জিনিস কিনে ফেলেন যেগুলো সেই মূহুর্তে আপনার কাছে অপ্রয়োজনীয় আর তাতেই এই রিটেল জায়ান্টদের লাভ। এটা অনেকটা মাদকাসক্ত করে দেওয়ার মতো। চাইলেও আপনি এর থেকে পরিত্রাণ পাবেন না। বাইরে থেকে কিনিলে তবুও আপনি দর দস্তর করার সুযোগ পাবেন এখানে তাও নেই। আর যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে ভাগাড়ের মাংস জিন্দাবাদ। হ্যাঁ সুবিখ্যাত ভাগাড়ের মাংস একসময় এখানেই মিলত।

পুনশ্চঃ চুপিচুপি একটা কথা বলি আপনাদের আবার পাঁচকান করবেন না যেন! খবরে প্রকাশ ভাগাড় কান্ডের দোষীরা কিন্ত্ত সম্প্রতি ছাড়া পেয়েছে।


Farhan
farhanreza
271 Points

Popular Questions