সুগার-ড্যাডী ও প্লে-বয় মানে কি ?

1 Answers   1.8 K

Answered 1 year ago

এই শব্দ গুলো আধুনিক ইংরেজীর বাকশৈলী। এমন কোনো ধনী বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তি যে নিজের চেয়ে অনেক ছোট বা অল্প বয়সী মেয়ে, যুবতী এবং এখনের দিনে ‘গে’ ছেলে বা পুরুষের উপর প্রচুর বা খোলা ভাবে খরচ করেন, তাদের বিভিন্ন রকম উপহার দেন, তাদের বিভিন্ন চাহিদা পুরন করেন। তার বিনিময়ে নিজের জন্য তাদের কাছ থেকে সঙ্গ, শারীরিক সুখ ইত্যাদি পেয়ে থাকেন। এমন সম্পর্ক বা ব্যক্তির জন্য এই শব্দ ব্যবহার করা হয়। সুগার ড্যাডি। মিষ্টি বাবা। প্লে-বয় তো এমন কোনো শব্দ নয় যার অর্থ কারুর অজানা। এমন পুরুষ যে মেয়েদের সাথে, একই সময়ে একাধিক মেয়েদের সাথে সম্পর্ক রাখে। তার এই সম্পর্ক রাখার কারণ কোনো মনের গভীর অনুভুতি বা আবেগ নয়, বরং শারীরিক, যৌন লোভ ইত্যাদির দ্বারা চালিত। সে এই সম্পর্ক খেলার মতন করে চালনা করে। আকর্ষক ব্যক্তিত্ব, কথাবার্তা, ব্যায় করে, অথবা অপরজনকে দিয়ে করায়, নিজে উপহার দিয়ে অথবা পেয়ে, বিভিন্ন রকমের ছল-চাতুরী করে, একই সময়ে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে। সাধারণত, শারীরিক সুখের উদ্দেশ্যে। তাকে বলা হয় প্লে-বয়। যদিও আপনি জিজ্ঞাসা করেন নি, এই রকম সম্পর্কের আরেকটি ধরণ হলো gigolo। ৯০ এর দশকে বিদেশে এটি প্রথম বুঝেছিলাম। এমন পুরুষ ব্যক্তি সাধারণত কম বয়সী যুবক, যাকে বয়সে বড়, ধনী মহিলা পয়সা দিয়ে নিজের সাথে রাখেন, তাকে সঙ্গ ও শারীরিক সুখ দেওয়ার জন্য, তেমন পুরুষকে বলা হয় জিগোলো। বিদেশে কিছু শারীরিক ভাবে বলিষ্ট, আকর্ষক সক্ষম পুরুষ টাকার বিনীময়ে একাধিক মহিলাদের সাথে এই দেহ ব্যবসা করে থাকেন। যদিও তারা কোনো একজন মহিলার সংরক্ষণে থাকেন না, তাই তাদের পেইড জিগোলো বলা হয়। এক সময় দক্ষিন দিল্লির অতীব ধনাঢ্য এলাকাতে, কিছু বিদেশী পুরুষদের এই রকম ব্যবসায় ধরা হয়। যেমন দেহ ব্যবসা করা মহিলাদের জন্য একটি অতীব সাধারণ শব্দ ব্যবহার হয় কল-গার্ল, এর বিভিন্ন সমার্থক শব্দ আপনি ইংরেজী সভ্যতায় পাবেন। B-girl, Harlot, hustler, hooker, streetwalker, scarlet women, working girl, lady of the evening ইত্যাদি। আর whore বা prostitute তো আছেই। তবে এগুলি নেতিবাচক অর্থে বা ছোট করার জন্য ব্যবহার হয়। অন্যগুলি ব্যাখ্যায়িত করার জন্য। তেমনি পুরুষদের জন্য ব্যবহার হয় Casanova, Don Juan (স্পেইন এর বিখ্যাত ব্যক্তি তার মহিলাদের seduce করার ক্ষমতার জন্য কিংবদন্তী হয়ে গেছেন। ওনার কুষ্ঠিও অদ্ভুত), ladies man, lothario( যে স্বার্থের জন্য যৌনতায় লিপ্ত হয়), inamorato( পুরুষ প্রেমীক, কিন্তু এখানে আপনি প্রেম বলতে শারীরিক প্রেম ধরতে হবে), seducer, lady-killer। আশা করি আপনি বুঝতে পারছেন যে পাশ্চাত্যে, যৌন সম্পর্কের প্রকার ভেদ বুঝিয়ে দিতে এই সব শব্দাবলীর উৎপত্তি হয়েছে।
Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions