Answered 3 years ago
যদিও আমি নিজ চোখে সুইচ দেখিনি। তবে, সুইচ এক ধরণের ধাতব পরিবাহী। ইলেক্ট্রন প্রবাহ হবার মাধ্যম লাগে। ধাতব পরিবাহীতে হোলের ভেতর দিয়েই ইলেক্ট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। সুইচ খোলা থাকলে পরিবাহীর উক্ত বিভব ইলেক্ট্রন কে টেনে আনতে পারে না। বন্ধ থাকলে ইলেক্ট্রন তার প্রবাহের রাস্তা পেয়ে যায়।
Mohon Ali publisher