সি # ব্যবহার করে এএসপি.নেটে প্রকল্পগুলি করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারটি কী?

1 Answers   10.8 K

Answered 2 years ago

ASP.NET মুলত .NET Framework এর উপরে ভিত্তি করে বানানো একটি ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক । ASP.NET প্রোজেক্টের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও টুলস গুলো নিম্নরুপঃ-

আইডিই - Visual Studio , Visual Studio Code বা Rider

সার্ভার - IIS , Kestrel বা Nginx

ডাটাবেজ ইঞ্জিন - MSSQL , MYSQL বা MongoDB

যেকোন একটি ব্রাউজার - Google Chrome , Microsoft Edge , Opera

উপরের সফটওয়্যার গুলো ASP.NET এর জন্য অবশ্যকীয় । এছাড়াও আপনি ভিজুয়াল ষ্টুডিও ব্যাবহার করলে আপনার ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স আরো স্মুদ করতে চাইলে Productivity Power Tools 2017/2019 , Web Essentials 2019 , VISUAL ASSIST ও ReSharper - এই এক্সটেনশন গুলো ব্যাবহার করতে পারেন ।

Jahid Arif
jahidarif
448 Points

Popular Questions