সি প্রোগ্রামিংয়ে conio.h হেডার ফাইলের কাজ কী?

1 Answers   5.5 K

Answered 2 years ago

Conio.h হেডার ফাংশনের মধ্যে কনসোল ইনপুট আউটপুট এর ফাংশন গুলো থাকে । যেমন আমরা সি এর কোডের মধ্যে getch, clrscr ইউজ করে থাকি । এগুলা একেকটার কাজ একেক রকম । যেমন কোনোটা ইউজ হয় স্ক্রিন ক্লিয়ার করতে, কোনোটা Text এর কালার বা ব্যাকগ্রাউন্ড এর কালার চেঞ্জ করে, text move করতে ইত্যাদি । তবে বর্তমানে এই হেডার ফাইল এর ইউজ নেই বললেই চলে । কারণ কোডকে আরো বেশি ইফিশিয়েন্সি করতে ডেভেলপার রা এই হেডার ফাইল ইউজ করতে মানা করেন । মডার্ন কম্পাইলার গুলোতে এই হেডার ফাইল ইউজ না করেও এর সুবিধা ভোগ করা যায় ।


Abdul Adi
abduladi
287 Points

Popular Questions