Answered 3 years ago
সিলিকা জেল হচ্ছে সোডিয়াম সিলিকেট থেকে কৃত্তিমভাবে প্রস্তুতকৃত সিলিকন অক্সাইডের একটি রুপ। যা ভঙ্গুর, কাচের মতো স্বচ্ছ ও ছিদ্রযুক্ত একটি পদার্থ। এটি একটি নিরাপদ রাসায়নিক, যা পণ্যকে শুকনো রাখতে সাহায্য করে। তবে এটি নিরাপদ হলেও খাওয়া উচিত নয়।
সিলিকা জেল কী কী কাজে ব্যবহার হয় তা নিছে আলোচনা করা হলো।
চামড়ার যাবতীয় ব্যাগ, কাপড় বা গয়নার বাক্স ও পানির বোতল ইত্যাদি পণ্য কেনার পর লক্ষ্য করে দেখবে যে ছোট ছোট দু’একটি প্যাকেট দেখা যায়। এসব প্যাকেট কিছু কিছু ওষুধের জারের মধ্যেও দেখতে পাওয়া যায়। এ ছোট ছোট ব্যাগগুলো রাখা হয় পণ্যকে ভেজাভাব বা বাতাসের আর্দ্রতা থেকে রক্ষা করার জন্য। অনেকেরই এ বিষয়ে ধারণা নেই যে সিলিকা ব্যগগুলোর অনেক উপকারিতা রয়েছে। তবে জেনে নিন কোন কোন কাজে তা ব্যবহার করতে পারবেন।
সিলিকা ব্যাগের উপকারিতা: সিলিকা হচ্ছে সিলিকন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি খনিজ। সিলিকা জেল হচ্ছে সোডিয়াম সিলিকেট থেকে কৃত্তিমভাবে প্রস্তুতকৃত সিলিকন অক্সাইডের একটি রুপ। যা ভঙ্গুর, কাচের মতো স্বচ্ছ ও ছিদ্রযুক্ত একটি পদার্থ। এটি একটি নিরাপদ রাসায়নিক, যা পণ্যকে শুকনো রাখতে সাহায্য করে। তবে এটি নিরাপদ হলেও খাওয়া উচিত নয়। এগুলো সব সময় শিশুদের নাগালের বাইরে রাখা উচিত।
১.কাগজ সংরক্ষণ কয়েকটি সিলিকা জেলের প্যাকেট কাগজপত্র রাখার স্থানে রেখে দিন। পোকামাকড় ও ব্যাকটেরিয়ার হাত থেকে সিলিকা ব্যাগ কাগজপত্রকে রক্ষা করবে।
২.কাপড় শুকনো রাখতে শীত শেষে শীতের কাপড় আলমারিতে তুলে রাখতে হয় পরের বছরের জন্য। যখন বের করা হয় তখন কাপড়ে এক ধরনের গন্ধ বের হয়। তাই শীতের কাপড় সংরক্ষণের সময় দুই থেকে তিনটি সিলিকা ব্যাগ রেখে দিন কাপড়ের ভাঁজে ভাঁজে। কাপড়ে কোনো গন্ধ থাকবে না।
৩.রেজরের স্থায়িত্ব বৃদ্ধি দীর্ঘদিন রেজর ব্যবহারে মরচে পড়তে পারে। তাই একটি কনটেইনারে কিছু সিলিকা জেলের ব্যাগ রেখে তার মধ্যে রেজরটি রাখুন। আর মরচে পড়বে না।
৪.গহনার মান ধরে রাখতে বিভিন্ন ধরনের গহনা কিছুদিন ফেলে রাখলেই জৌলুস হারায়। তবে আপনি যদি এগুলো আবদ্ধ পাত্রে সিলিকা জেল দিয়ে রাখেন তাহলে দীর্ঘদিন ভালো থাকবে।
5.মেকাপ সংরক্ষণেও করতেও সাহায্য করে সিলিকা জেল। যদি মেকাপ, পাউডার ও ব্লাসারের মধ্যে কিছুদিন পর একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখা যায় তবে এর মধ্যে কিছু সিলিকা প্যাকেট রেখে দিন তবে আগের মতোই সুন্দর মেকাপ পাওয়া যাবে।
Jannati Khatun publisher