Answered 2 years ago
সীমের মালিকের নাম বের করা খুব কঠিন কাজ, এটা আপনি করতে পারবেন না,সীম দিয়ে যদি কোনো অপরাধ না করে থাকে আর যদি জিডি না হয় সীমের নামে কোনো মামলা না হয় তাহলে আপনি এই সীমের মালিক প্রকৃত কে তা বের করতে পারবেন না। আপনার কাছে এই তথ্য দিবেনা। আপনার যদি মনে হয় সীমের মালিক আপনাদের ফ্যামিলির কেউ সীমটা যদি সক্রিয় থাকে তাহলে আপনি *১৬০০১* ডায়াল করে তার আইডি কার্ডের শেষের ৪ সংখ্যা প্রবেশ করে ওকে দিলে মেসেজে দেখতে পাবেন নাম্বারটি তার নামে কিনা। এভাবে যেই আইডি কার্ড দিয়ে সীমটি রেজিষ্ট্রেশন করা মনে হতে পারে যাচাই করতে পারেন। এছাড়াও যদি আপনার সীমটি সক্রিয় না হয় তাহলে আপনি ফ্যামিলিতে যে কোনো সীম দিয়ে উপরোক্ত নিয়মে যাচাই করতে পারেন এসএমএসএ ইনবক্সে সেই আইডি কার্ডে কতোগুলো সীম নিবন্ধন হয়েছে তা দেখাবে। এছাড়াও আপনার সীমের নাম্বার নিয়ে কোনো অভিযোগ থাকলে থানায় জিডি করতে পারেন, ছোট খাটো অভিযোগ থাকলে ১২১ এ কল করে সীমের নামে অভিযোগ করলে সীমটি কোম্পানি নিস্ক্রিয় করে রাখবে।
niloyrana publisher