Answered 3 years ago
১) আসমা বিনতে মারওয়ান যখন নবীকে সমালোচনা করে বই লিখেছিলেন তখন নবী কি কুরআনের আয়াত দ্বারা তার জবাব দিয়েছিলেন নাকি সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন?
ইসলামের ইতিহাসের প্রথম দিককার নবির জীবনী-লেখক ইবনে ইসহাক তার 'সিরাত রসুল আল্লাহ' (ইংরেজিতে অনূদিত 'দ্যা লাইফ অব মুহাম্মদ') বইয়ে বলেছেন, ৬২৪ খ্রিস্টাব্দের রমজান মাসের ২৫ তারিখ নবির নির্দেশে উমায়ের বিন আদিয়া আল-খাতামি ঘুমন্ত অবস্থায় পাঁচ শিশুসন্তানসহ আসমা বিনতে মারওয়ানকে হত্যা করেন। আসমা বিনতে মারওয়ানের অপরাধ নবীকে সমালোচনা করে কবিতা লেখা। (আলি দাস্তির নবুওয়তের তেইশ বছর)
২) নদর নামক একজন কবি যখন কোরানের সুরার মতো কবিতা লেখার দাবিও করেছিলেন। তিনি দাবি করতেন, কোরানের আদ-সামুদ লুতের বর্ণনার চেয়ে তিনি আরও সুন্দর করে পারস্যের বিখ্যাত রুস্তম ইসফানদার এররাজকীয়ও বীরত্বপূর্ণ কাহিনী-গাথা বলতে পারেন। নবী কি ওহী নাযিল করে তার জবাব দিয়েছিলেন? নাকি সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন?
নবি নদর ও ওকবা দুজনকে শিরোচ্ছেদ করার নির্দেশ দিলেন।
নবী কেন জবাব না দিয়ে সরাসরি হত্যার পথ বেছে নিলেন? জানেন? এর জবাব নবীর কাছে ছিল না।
তাহলে সালমান রুশদির জবাব নবীর অন্ধ ভক্তদের কাছে থাকবে কেমনে? যেখানে নবী নিজেই জবাব দিতে ব্যর্থ তার ভক্ত তো তার চেয়ে বেশি জ্ঞানী নয়।
ধন্যবাদ
runalaila publisher