Answered 2 years ago
লম্বা সময়ের জন্য জাঙ্গিয়া পড়া ঠিক না বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভব না থাকে তবে সবার এক না আর পুরুষ মানুষ বলে কথা আন্ডারওয়্যার না পড়ে চলাফেরাও করা যায় না তাই কিছু তো একটা পড়তে হবে নাকি তো আপনি চাইলে হাফপ্যন্ট অথবা, বক্সার আন্ডারওয়্যার ব্যবহার করতে পারেন, আর বাসায় থাকা কালিন সবসময় লুঙ্গি পড়ে থাকবেন লুঙ্গি পড়ে ঘুমাবেন তাহলে ভালো হবে বেটার ফিল করবেন
kaziatik publisher