সাবান যদি শরীরের ময়লা পরিষ্কার করে, তাহলে স্নান করার পর যে তোয়ালে বা গামছাতে শুধু আমরা শরীর মুছি, সেগুলি নোংরা হয়ে যায় কেন?

1 Answers   12.5 K

Answered 2 years ago

খাবার টেবিলে একটি সাদা প্লেট চিৎ করে ২/৩ দিন রেখে দিন। তারপর তর্জনী দিয়ে ইচ্ছে মত ছবি আঁকুন। পৃথিবী ধূলোময়। নিরন্তর আনুবিক্ষণিক এই ধূলোকনা সমতলে বক্রতলে জমছে। সে কারনে আপনার ব্যবহার্য গামছা বা তোয়ালেতেও জমছে। ধন্যবাদ।


Sohag
sohag360
259 Points

Popular Questions