Answered 2 years ago
না, ইচ্ছাকৃতভাবে আহত করলেও ভবিষ্যতে আপনার কোনো ভয়ের কারণ নেই। কারণ, সাপের স্মৃতিশক্তি আছে বলে জীববিজ্ঞানীরা মনে করেন না। তবে চলাফেরা সাবধানেই করা উচিৎ, কারণ সাপ ভয় পেয়েই মানুষকে দংশন করে। সেটা সাবধান না হলে যে-কোনো সময় অন্য সাপ দ্বারা আপনি দংশিত হতে পারেন। তখন ভাববেন না যে আগের সাপটাই আপনাকে প্রতিহিংসাবশত দংশন করেছে। সেই দুর্ঘটনা যদি ঘটেই যায়, সেটা যে কোনো সাপের দ্বারাই হতে পারে।
renurekhena publisher