Answered 2 years ago
প্রথমেই জানুন সাপের কামড়ের পর, কোনো কোনো সাপের বিষক্রিয়া ১৫-২০ মিনিটেই প্রকাশ পায়। কোনো কোনো সাপের বিষক্রিয়া ৮-১২ ঘন্টা পরও হতে পারে।
সাপটি যদি Neurotoxic (স্নায়ুতন্রে বিষক্রিয়াকারী সাপ) হয়, তবে -
১. প্রথমে রোগীর চোখের পাতা পড়ে আসে, তারপর অতিরিক্ত ঘুম অনুভব করে।
২. গলার মধ্যে যে Larynx (বাকযন্ত্র) থাকে, সেটি বিকল হতে থাকে, এর ফলে কথা বলতে সমস্যা হতে থাকে।
৩. Esophagus (গ্রাসনালী) প্যারালাইজড হয়ে গেলে, পেটের খাবার গলাতে এসে, ফুসফুসে চলে যেতে পারে।
৪. Bronchus (শ্বাসনালী) প্যারালাইজড হয়ে গেলে, প্রথমে শ্বাসকষ্ট এবং হঠাৎ মৃত্যু হতে পারে।
তাই যদি রোগী ঘুমিয়ে থাকেন, এইসব বিপদগুলি - বিষক্রিয়া শুরুর প্রাথমিক পর্যায়েই বোঝা যাবে না। এবং Neurotoxic বিষক্রিয়ার পর ঘুমিয়ে থাকলে ২নং ও ৩নং বিপদটির ভয় খুব বেশি।
তাই বিষক্রিয়া প্রাথমিক পর্যায়েই যাতে বোঝা যায়, সেজন্য মোটামুটি ১৮-২০ ঘন্টা রোগীকে জাগিয়ে রাখা হয়।।
Neha Khatun publisher