সাধারণ ডিজিটাল মার্কেটিং ভুলগুলি কী কী?

1 Answers   3.6 K

Answered 1 year ago

সাধারণ মানুষেদের মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক ভুল ভাল ধারণা আছে। তবে, নিম্নোক্ত ভুলগুলি করলে কোনো ডিজিটাল মার্কেটিং ব্যবস্থাপকের জন্য শুধু মাত্র কাজের চাপ বাড়বে ও সঙ্গে সেই ত্রুটিগুলি টাকার ক্ষতিও করে : ১) ডিজিটাল মার্কেটিংর লক্ষ্য স্পষ্ট না হওয়া: সর্বপ্রথম, এক ডিজিটাল মার্কেটিং ব্যবস্থাপক কে নিজের পাঠকবর্গ/ব্যবহারিবর্গের এবং ডিজিটাল মার্কেটিংর লক্ষ্য নির্ধারণ করার প্রয়োজন আছেই আছে।সেই স্পষ্টতা না হওয়াটা এক গুরুত্বর্পূর্ণ ভুল। ২) সোশ্যাল মিডিয়াগুলির জন্য লক্ষ্য না হওয়া: সোশ্যাল মিডিয়াগুলিতে বিনা কোনো লক্ষ্য ধরে যেমন তেমন ভাবে পোস্ট করা। সোশ্যাল মিডিয়া কৌশল ও স্ট্রাটেজি সফল হওয়ার জন্য ব্যবহারকারীদের (বর্তমান এবং ভবিষ্যতের) মনোবিজ্ঞান ও তাদের আচরণ বুঝতে লাগে।কোন সময় কী ধরণের পোস্ট ভালো ? কোন সময় সেই পোস্ট সবচেয়ে বেশি লোকেদের কাছে পৌঁছাবে ? কোন পোস্ট প্রাসঙ্গিক? ইত্যাদি। ৩) এসইও-এর উপেক্ষা: এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান / SEO)-এর বিষয় খেয়াল না করে অন্যান্য শর্টকাট উপায় দিয়ে বাড়লে দীর্ঘমেয়াদী লাভ অর্জন হয়না।বেশিরভাগ লোকে এসইএম (সার্চ ইঞ্জিন মার্কেটিং/SEM) ব্যবহার করে নিজের লক্ষ্যগুলি পেতে চায়ে। তাতে কিন্তু সাইটে ও ব্যবসা প্রচার স্বল্পমেয়াদী লাভ অর্জন হলেও, উন্নত হয়ে না। তাই, এসইও এবং এসইএম-দুটোই ক্ষেত্রে খেয়াল করা দরকারি। ৪) বিশ্লেষণ পর্যালোচনা করতে অসফল হওয়া: কোনো ধরণের নতুন পণ্য ও ওয়েবসাইটের সফল হওয়ার পেছনে অনেক রকমের গবেষণা দরকার পড়ে। তবে এই গবেষণাগুলির বিশ্লেষণ নিয়ে যথেষ্ট চর্চা ও পর্যালোচনা না করলে, আজকের এই প্রযুক্তিশীল যুগে সহজে সফলতা অর্জন করা সম্ভব নয়। এবং এই কারণে বিশ্লেষণ পর্যালোচনা ডিজিটাল মার্কেটিংর ক্ষেত্রে সক্ষম হওয়ার জন্য অপরিহার্য আছে। ৫) ডিজিটাল প্রচারণা করতে তাড়াহুড়ো: এটা একটি সামান্য, তবুও গুরুত্বপূর্ণ ভুল। অনেক ছোট/বড় ব্যবসাগুলির জন্য এটি একটি সাঙ্ঘাতিক ভুল হয়েও দাঁড়াতে পারে।ডিজিটাল প্রচারণা করতে তাড়াহুড়ো করলে স্বাভাবিক আছে যে অনেকে ভালোভাবে গবেষণা করার ও পরিকল্পনার কৌশল তৈরী করতে পারেন না, যাতে টাকার ক্ষতি হওয়ার সাথে সময়েও নষ্ট হয়। আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি।
Anaf Khan
anafkhan
406 Points

Popular Questions