দীর্ঘ ২৫ বছরেরও বেশি কঠোর হাতে ইরাক দেশটির ওপর শাসন কর্তৃত্ব চালিয়েছিলেন সাদ্দাম হোসেন৷ শনিবার (৩০.১২.২০০৬) ভোরবেলা ফাঁসির দড়িতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয় এই সাবেক ইরাকী রাষ্ট্রপ্রধানের৷তার মৃত্যুতে সারা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছিল।
২০০৩-এর ১৫ই ডিসেম্বর মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন তিনি৷২০০৪ সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তবর্তী সরকারের কাছে তুলে দেয়া হয় বিচারের জন্য।২০০৬ সালের ৫ নভেম্বর মানবতার বিরুদ্ধে (দেশের শিয়া সম্প্রদায়ের ওপর গণহত্যা) অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে বাগদাদের একটি আদালতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন।বিচারকাজ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বিরূপ সমালোচনাও মৃত্যুদন্ড কার্যকর করা ঠেকানো সম্ভব হয় নি৷তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাদ্দামের ফাঁসির ঘটনাকে এক মাইল ফলক বলে অভিহিত করেছিলেন৷
tusfitasnim publisher