সাইন্স নাকি আর্টস, কোনটি বেশি ভালো?

1 Answers   10.4 K

Answered 1 year ago

এটা আমার কোরার ১০০ তম উত্তর তাই ভিউয়ের চেয়ে বেশি আপভোট চাই!! লেখাটি আমার সম্পুর্ণ ব্যক্তিগত মতামত... আমি মনে করি আর্টসের তুলনায় সাইন্স ভালো। চাকরির বাজারেও সাইন্সের স্টুডেন্ট এর কদর বেশি আছে। এই যে ধরেন আপনার ইচ্ছা হইলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, রসায়নবিদ, পদার্থবিদ, মহাকাশবিজ্ঞানী কিংবা ইচ্ছা হইলো মাস্টারি করার তাও আপনি পারবেন.... শুনেছি ব্যাংকেও নাকি সাইন্সের স্টুডেন্টরা চাকরি করে। এখন বুঝুন সাইন্স ব্যাকগ্রাউন্ড এর কত বিশাল সুযোগ!!! এ তো গেলো চাকরি! দেখেন ভাই বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। ইসরো, নাসা, স্পেস এক্স ইত্যাদি মহাকাশে রকেট উড়াচ্ছে; পরমাণু বোমা, চারপাশে বিভিন্ন ধরনের বিক্রিয়া হচ্ছে; করোনার মত ভাইরাসের নিরানব্বই ধরনের ভাইরাস সৃষ্টি হচ্ছে...ইত্যাদি ইত্যাদি হচ্ছে.... এইসব জানার জন্যে হলেও বিজ্ঞান পড়া লাগবে!!! বিজ্ঞানকে জানার জন্যে বিজ্ঞান পড়া লাগবে। ....... অনেকে বলবে সাহিত্য দরকার, ইতিহাস দরকার ব্ল্যাব ব্ল্যাব। আপনি খুব সম্ভবত হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালকে চিনেন উনারা সাইন্সের স্টুডেন্ট ছিলেন এবং বাংলাদেশের অন্যতম বিখ্যাত সাহিত্যিক!!! লেখার ইতি টানার সময় একটা কথা বলি, অনেকে বলবে সাইন্সে অনেক টাকা লাগে। ট্রাস্ট মি ভাইয়া, এখন ইউটিউবের যুগে শুধু সার্চ দিলেই সমস্যার সমাধান হাজির!!! বন্দী পাঠশালা, অন্যরকম পাঠশালা, রুটস , ASG group, টেন মিনিট ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে দেশসেরা টিচাররা ক্লাস নেন। আপনি ফ্রিতেই ক্লাসগুলো করলে ব্যাসিক টু প্রো হতে পারবেন। সো সাইন্সে বস্তাভর্তি টাকা লাগে এই মনমানসিকতা থেকে বেরিয়ে আসবেন। বিঃদ্রঃ কোনো প্রতিক্রিয়া থাকলে কমেন্ট উন্মুক্ত আছে। ধন্যবাদ.....
Rion Rana
rionrana
235 Points

Popular Questions