সাংবাদিক ইলিয়াস হোসেন কে? তার উদ্দেশ্য কী?

1 Answers   6.7 K

Answered 2 years ago

ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। যখন (২০১৩-২০১৪) থেকে আওয়ামী সরকারের fascism শুরু হয় তখন থেকেই সরকারের বিভিন্ন কুকর্ম, অনাচারের বিরেদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন। যার কারনে পরিবর্তিতে চাকুরিচ্যুত হওয়া সহ দেশ ত্যাগে বাধ্য করা হয় এই ইলিয়াস হোসেন।

দেশে বস্তুনিষ্ঠ কোন সংবাদ এখন আর প্রকাশিত হয় না।

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগনের কন্ঠ রোধের জন্য ৫৭ ধারা নামক ফাস্যিবাদী আইন প্রনয়ণ করে এই সরকার। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরকম সাংবাদিকের দরকার আছে।

শুধুমাত্র আওয়ামী ঘরানার ফাস্যিবাদীরাই তাকে পাগল উন্মাদ এসব বলে বেড়ায়। কারন তাদের কাছে ফারজানা রুপা, সামিয়া জামান, মুন্নি সাহা হল সাংবাদিক যাদেরকে দিয়ে চাটুকারধর্মী এক সাংবাদিক শ্রেণী তৈরি করা যায়।

aminaforid
aminaforid
435 Points

Popular Questions