Answered 2 years ago
যদি বলেন ব্যক্তি হিসেবে তাহলে তাকে আমার প্রকৃত দেশ প্রেমিক বলে মনে হয়। তিনি যে কথা বলেন তা তর্ক যোগ্য কিন্তু তার প্রকৃত যে উদ্দেশ্য তাকে আমি খুব সম্মান করি। তিনি দেশের বাইরে থেকে দেশকে যতটা ভালবাসেন একটা তথ্য জানার পরে দেশের জন্য দেশের মানুষের জন্য জানানোর যে যে পদক্ষেপ নেন তা অবশ্যই প্রশংসার দাবিদার।
তিনি বেশিরভাগ ভিডিওতেই দেন তার মতামত। সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে রিপোর্ট করলে তাকে এত সমালোচিত হতে হতো না। তবুও তিনি বর্তমান সমস্ত সাংবাদিক শ্রেণীর থেকে আলাদা হয়ে ব্যতিক্রম কিছু করছেন। মানুষকে ভিন্ন দিক থেকে পরিস্থিতিটা বিবেচনা করার পথ দেখাচ্ছেন। তিনি সত্যি বলছেন কিনা তা আপনি বিবেচনা করে দেখবেন কিন্তু তিনি যে দৃষ্টিভঙ্গিটা থেকে কাজটা করে দেখাচ্ছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার।
riyazulislam publisher