সর্বাপেক্ষা মুল্যবান ও বিরলতম ধাতু ?

1 Answers   5.4 K

Answered 2 years ago

বিশ্বের সবচেয়ে দামী ও বিরল প্রাপ্তির ধাতুটি কি ? এখানে ১৯৫০ এ আবিষ্কৃত ধাতুটির ছবি দেওয়া হল । এটি বিরলতম ও সবচেয়ে মুল্যবান এ কারনে যে এটি প্রকৃতিতে পাওয়া যায় না। তেজষ্ক্রিয় এবং পারমানবিক বিক্রিয়ায় তৈরি খুব শক্তিশালী নিউট্রন বিকিরক । নাম ক্যালিফোর্নিয়াম । ধাতুটি বিশুদ্ধ অবস্থায় অত্যন্ত নমনীয় , এমনই যে কামানোর ব্লেড দিয়েও কাটা যায় ।

ধাতুটি নানা কঠিন কাজে লাগে , যেমন

ভূগর্ভে জলস্তরের ও তেলের স্তরের সন্ধান দেয় ৷

ভূগর্ভে সোনারূপার পরিমান আন্দাজ করে জানতে সাহায্য করে উত্তোলন লাভজনক হবে কিনা ।

পারমানবিক রিএক্টরে নিউট্রন সরবরাহ করে ।

স্বাস্থ্য পরিষেবায় ইমেজিং এ ব্যবহৃত হয় ।

Space probe এ গ্রহের উপরিস্তর পরীক্ষায় সাহায্য করে ৷

দাম : US$ 27 billion/kg

Indila Indira
indilaindira
286 Points

Popular Questions