Answered 2 years ago
১ আগস্ট ২০১৯ এর পরে যারা বিদেশ থেকে আমদানি করা ফোন কিনেছেন (যেসব ফোন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পাওয়া যায় না) বা আত্মীয়দের থেকে ফোন গিফট পেয়েছেন তাঁরা চেক করে দেখেন আপনার ফোন বাংলাদেশি ডেটাবেইজে নিবন্ধিত কিনা। নিবন্ধিত না হলে আগামী বছরের মাঝামাঝি থেকে ফোনগুলো ব্লক করে দেয়া হবে। অর্থাৎ কোন বাংলাদেশি SIM ব্যবহার করা যাবে না।
চেক করার জন্য KYD <space> ১৫ সংখ্যার IMEI নাম্বার লিখে 16002 নাম্বারে পাঠান। ফিরতি ম্যাসেজে যদি নিচের ছবির বার্তাটি পান তবে ফোনটি অনিবন্ধিত কিংবা অবৈধ উপায়ে আনা। এক্ষেত্রে পরবর্তীতে নিবন্ধনের সুযোগ পাওয়া যাবে। এই নিয়ম ১ আগস্ট ২০১৯ এর আগে কেনা ফোনের জন্য প্রযোজ্য হবেনা।
IMEI নাম্বার জানতে প্রেস করুন *#06#
tusfitasnim publisher