Answered 2 years ago
এইডা সত্যিই হাইস্যকর~
ঘটনাটা ঘটে ২০১২ সালে চীনের শানজি প্রদেশে, যখন এক হাস্যজ্বল কর্মকর্তার ছবি প্রকাশ পাই।
হাসি খারাপ কিছু না কিন্তু হাসির স্থানটি ছিল সংবেদনশীল কারণ কিছুক্ষণ আগে সেখানে মারাত্মক দূর্ঘটনা ঘটে। ৩৬ জন মারা যায় মারাত্মক সে দূর্ঘটনায়।
এমন ভয়াবহ দূর্ঘটনায় এমন হাস্যজ্বল ছবি সমগ্র চীনে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে নেটিজেনরা এটা ভালো ভাবে গ্রহণ করে নি। এই ঘটনা তাদের মনে আঘাত দেয়।
আতি উৎসাহী কিছু ব্যাক্তি সে কর্মকর্তার ব্যাপারে অনুসন্ধান চালায়। পাঁচ দিনের মধ্যেই নেটজেনরা সে ব্যাক্তির ব্যাক্তিগত অথবা অন্যান্য সোর্স থেকে তথ্য খোঁজ করে একটি ছবির অ্যালবাম বানায়। সে ছবিগুলোতে দেখা যায় তিনি বিভিন্ন সময় প্রায় ১১ ধরনের ঘড়ি ব্যবহার করেছেন এবং সে ঘড়ির প্রত্যেকটির বাজার মূল্য ১ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে সামান্য সরকারি কর্মকর্তার এত দামি ঘড়ি কেনার সামর্থ্য কীভাবে হয় এবং ঘড়ি গুলো নিশ্চয় বৈধ উপায়ে কেনা হয়নি।
Nayeem Khan publisher