সরকারি চাকরি পাওয়ার পর আপনার কেমন অনুভূতি হয়েছিল?

1 Answers   11.2 K

Answered 3 years ago

সরকারি চাকরি পাওয়ার পর অনুভূতি?

নাহ্! চেয়ার বা খাট থেকে পড়িনি। শান্তই ছিলাম কিছুক্ষন। কিছুটা হতভম্ব ছিলাম। কারণ আমি চাকরিটা আশা করিনি। হাঁ, তবে অবশ্যই খুশি হয়েছিলাম।

আসলে আমি খুব ক্লান্ত ছিলাম। কারণ একের পর এক চাকুরির পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর লাফালাফির শক্তি ছিলোনা। তবে চাকরিটা পাবার পর একটা স্বস্তির নিশ্বাস ফেলেছিলাম, ভেবেছিলাম বোধহয় ইঁদুর দৌড় থেকে বুঝি রেহাই মিলল, যদিও সেই ভুল ভাঙে কিছুদিনের মধ্যেই। অভ্যন্তরীণ রাজনীতি, দুর্নীতি, উচ্চশিক্ষার তাগিদ আর কিছু কিছু মানুষের পেছনে লাগার তিক্ত অভিজ্ঞতা থেকে রেহাই পেতে চাকরিটা ছাড়তে বাধ্য হই।

দ্রষ্টব্য:- আমি আবার সরকারি চাকরিতে যোগদান করেছি । তবে এবারে আগেরকার মত এত রাজনীতি বা দুর্নীতি নেই। আর বর্তমানে যেখানে আছি সেটা আগের সংস্থার চেয়ে হাজার গুন ভালো।


Khadiza
khadiza
262 Points

Popular Questions