Answered 2 years ago
আমি অন্য দেশের কথায় যাবো না, আমার দেশ বাংলাদেশ তা নিম্নতর থেকে নিম্নস্তরের যাচ্ছে, এভাবে চলতে থাকলে কিছু মূখস্ত বোকা, এবং একপেশি চিন্তা মগ্ন জাতি ছাড়া আর কিছু পাবো না। আমার তো ভয় হই আমার ছেলে মেয়ের কি হবে। দেশের শিক্ষাব্যবস্থা যে উন্নতি বা আপডেট দরকার আছে তা বর্তমান শিক্ষার্থীদের চিন্তা চেতনা এবং মানসিকতা দেখলে বোঝা যায়। আপু আমি কিন্তু ভালো চাকরি পাওয়া এবং উচ্চতর শিক্ষা কথা বলছি না। আমার কথা হলো আপনি যদি পড়ালেখা করে বা জ্ঞান অর্জন করে আপনার চিন্তা ভাবনা এবং মানসিকতা উন্নত করতে না পারেন তাহলে এই পড়ালেখা আসল উদ্দেশ্য কি দাড়ালো। আমরা এই অতি মাত্রা প্রতিযোগিতা মূলক শিক্ষাব্যবস্থা ভিড়ে শিক্ষার আসল উদ্দেশ্য টা হাড়িয়ে ফেলেছি। আমরা আগের প্রজন্ম তুলনায় তেমন একটা ভালো নেয় বললেই চলে, আগে আমাদের কি ছিলো, আগে আমাদের ছিল জগদীশ চন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, রবিন্দ্রনাথ ঠাকুর, আহমদ ছফা, হুমায়ুন আহমেদ, শেখ মুজিবুর রহমান মত নেতা, মাওলানা ভাসানী মত নেতা ইত্যাদি আর অনেক ছিলো, আমাদের সোনালী প্রজন্ম কি আমরা আবার ফিরে পাবো???
thenh publisher