সম্প্রতি এমন কী আপনাকে অবাক করেছে?

1 Answers   14.1 K

Answered 2 years ago

বেগানা শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা! দাসত্ব থেকে মুক্তি পেলেও দাস হওয়ার মানসিকতা থেকে মুক্তি পেলাম না বাংলাদেশিরা। বলা তো হয় বাংলাদেশ স্বাধীন দেশ, কিন্তু ঔপনিবেশিক চিন্তাভাবনা ছাড়তে পারলাম না।

গতকাল ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয় মারা গেছেন। ব্যক্তি এলিজাবেথের মৃত্যুতে শোকাহত হওয়া যায়, কিন্তু রানী এলিজাবেথের মৃত্যুতে এতো শোক কোথা থেকে আসে এদের!?!?!? মাত্র ৭৫ বছরে ভুলে গেলাম তিনি কোন প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব করতো? তার মৃত্যুতে ব্রিটিশদের থেকে বেশি শোকাহত তার নাম নতুন জানা আমার বন্ধুরা!

রানী এলিজাবেথের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা!একদিনের হলে হজম করা সহজ ছিলো, তিনদিনের!!!কালকে থেকে সবার My Day-তে RIP Elizabeth II দেখে দেখে আমার পাগল হওয়ার দশা। বাংলাদেশি মিডিয়াগুলো তো এখন এলিজাবেথ ওয়াশরুমে কি করতো তা নিয়েও প্রতিবেদন শুরু করে দিয়েছে।

তিনি ৭০ বছর সিংহাসনে ছিলেন, যদিও সরাসরি শাসন তিনি করেননি কিন্তু একটি দেশের রাষ্ট্রীয় প্রধান ছিলো। তার সাম্রাজ্যবাদী দেশের সাম্রাজ্যবাদের শিকার কোটি কোটি মানুষ, ৪০ টির বেশি দেশ যারা এখনো ভুক্তভোগী তাদের জন্য কিছুই করেননি। এমন কি তার সিংহাসনে থাকার ৭০ বছরে তার দেশ যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়েছে আফ্রিকা মহাদেশ এবং অন্যান্য দেশে সেখানেও তিনি ছিলেন নিরব দর্শক।

    এলিজাবেথ ক্ষমতায় থাকাকালীন সময়ে ব্রিটিনের সেনাবাহিনী ১.৫ মিলিয়ন কেনিয়ানকে কনস্ট্রাকশন ক্যাম্পে দেখেছিলো, তিনি ছিলেন ব্রিটিশ গৌরবের প্রতিনিধি।

    তিনি কি বাংলার বুকে ১৯৪৩ এর দুর্ভিক্ষে ৪০ লাখ মানুষের লাশের জন্য ক্ষমা চেয়েছেন? চাননি।

    রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের ৮ বছর পর থেকে 1970 সাল পর্যন্ত, ব্রিটিশ সরকার Operation Legacy নামক নতুন নাটক শুরু করে যার উদ্দেশ্য ছিলো ব্রিটিশ সাম্রাজ্যের করা অপরাধের রেকর্ড ধ্বংস । মৃত্যু তাকে সাধু বানিয়ে দিলো?
    তার সিংহাসনে থাকা অবস্থায় ব্রিটিশ সরকারের ইরাকে করা প্রহসন নিয়ে কোন উচ্চবাক্য করেছেন?
    ব্রিটিশ মিডিয়া তাকে এমন ভাবে সকল সমালোচনা থেকে রক্ষা করে গেছে যে জান দিবে তবু মান দিবে না, তার সমালোচনা করা পাপ হিসেবে গণ্য করতো অনেকে। এটাই কি তার সাফল্য?
    কোটি টাকার গয়না পরিধান করে দারিদ্র্যতার উপর বক্তৃতা দেওয়া সহজ তাই দিয়েছেন, বাস্তবিক অর্থে কি করেছেন যে তিনদিন তার স্মরণে একটি উন্নয়নশীল দেশের পতাকা অর্ধনমিত থাকবে?

তার মৃত্যুতে দুঃখিত হওয়ার একটি কারণ জানতে চাই! তিনি ব্রিটিশদের মিথ্যা গৌরবের প্রতীক ছিলেন,এমন একটি পরিবারের প্রধান ছিলেন যারা শত-শত বছর বিশ্বের মানুষকে কোন অনুতাপ ছাড়াই শোষন করেছে এবং তিনি খুব ভালো করে সে দায়িত্ব পালন করেছেন। যদি রাজনৈতিক কোন অন্যায়ের প্রতিবাদ করার অধিকারই না থাকে তাহলে দায়িত্বে থাকার কি দরকার?

তাকে একটি দেশের রাষ্ট্রীয় প্রধান হিসেবে যতটুকু সম্মান দেখানো উচিত তার পূর্ব পাকিস্তান এবং ১৯৮৩ সালে বাংলাদেশ ভ্রমনের সময় দেখানো হয়েছে, অতিভক্তি দেখানোর কিছু নেই।

বাংলার বুকে রাজকীয় পদার্পণ করছেন ব্রিটিশ সাম্রাজ্যের রানী! পিছনে দাঁত দেখাচ্ছেন হুসাইন মোহাম্মদ এরশাদ।

আমার কাছে এখনো দুর্বোধ্য যে কেন বাংলাদেশ এখনো কমনওয়েলথ এর সদস্য! একসময় ব্রিটিশদের দাস ছিলাম এই তথ্য জানানোর মধ্যে কি এমন গৌরব আছে? কমনওয়েলথ কি তাদের সম্পদের ভাগ দিবে আমাদের? অথচ রানী এবং রাজপরিবার আলাদা আলাদা ভাবে ব্যক্তিগত ফান্ড থেকে ইউক্রেনে দান করেছে, আমাদের করবে? কখনোই না, অথচ কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছি আমরা।

ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন জানার কোন উপায় নেই, কারণ তারা পর্দার পিছনে এক আর সামনে আরেক। কিন্তু আমার কাছে তার দুইটি মাত্র অর্জন,

১. ৯৬ বছর বেঁচে থাকা, এবং

২. ৭০ বছর সিংহাসনে নড়াচড়া না করে বসে থাকা।

nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions