সমুদ্রের ফেনা সাদা হয় কেন ?

1 Answers   3.7 K

Answered 2 years ago

পানি মূলত স্বছ, এর কোনো রঙ নেই। কিন্তু তাহলে ঢেউগুলো সাদা হয়ে যাচ্ছে কেনো? অনেকে ভুল ধারণা পোষণ করে লবণকে দায়ী করেন। কিন্তু লবণ এক্ষেত্রে মোটেই দায়ী নয়। দায়ী সূর্যের আলো। আরে, এ আবার কেমন কথা! হ্যাঁঁ, ঠিক শুনছেন। সূর্যের আলো মূলত সাদা। সূর্য দৃশ্যমান সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত করে, যা সমন্বিতভাবে সাদা রঙ ধারণ করে। আর আছড়ে পরা ঢেউয়ে তৈরী হয় ফেনা। এই ফেনা আসলে অনেকগুলো বুদবুদ। পানির বুদবুদের বাহিরে থাকে পানির পাতলা একটি আবরণ, যার ভেতরে পুরোটাই বাতাস। কিন্তু পানির একেকটি ফোঁটার পুরোটাই পানি। আলোক রশ্মি পানির ফোঁটা এবং বুদবুদ দুইয়ের ভেতর দিয়েই অতিক্রান্ত হয়। কিন্তু পানির বুদবুদের ক্ষেত্রে শোষিত আলোর পরিমাণ পানির ফোঁটার থেকে তুলনামূলক অনেক কম। কারণ সমান আয়তনের একটি বুদবুদে পানির ফোঁটা হতে কম পানি থাকে। ফলে খুব বেশী পরিমাণ সূর্যের আলো শোষিত হতে পারে না, এবং ভেতরকার বাতাস আলো মোটেই শোষণ করে না, ফলে সূর্যরশ্মির বেশীরভাগ বুদবুদের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যায়। অপরদিকে পানির ফোঁটাতে (এবং সমন্বিতভাবে পানি) পুরোটাই থাকে পানি, যা তুলনামূলক বেশি আলো শোষণ করে। এই ঘটনার দরুণ আছড়ে পরা ঢেউয়ের পানি সমুদ্রের অন্যান্য অংশের পানি অপেক্ষা বেশি উজ্জ্বল দেখায়, ফলে আমরা ঢেউগুলোকে সাদা রঙের দেখতে পাই।


Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions