Answered 3 years ago
আপনাকে বুঝতে হবে যে আপনি যদি বিশ্বের সমস্ত বিদ্যুৎ ব্যবহার করেন এবং এটি পরিচালনা করার জন্য সবচেয়ে মোটা তার তৈরি করেন এবং তারপরে সেই তারটি সমুদ্রে ফেলে দেন তবে কিছুই হবে না। এটি পানির নিছক আয়তনের কারণে। একটি ছোট অংশ অল্প সময়ের জন্য বিদ্যুতায়িত হতে পারে। যতটুকু বা যতক্ষণ নির্দিষ্ট এরিয়াতে বিদ্যুৎ দিতে আপনি সক্ষম হবেন ততঃটুকুর মাছ গুলা বিদ্যুৎ এর দারা আক্রান্ত হবে।
এবার আসেন পুকুরের কেত্রে কি হয়!
যেহেতু পুকুরের আয়াত ছোট তাই পুকেরে কেত্রে তা একটু ভিন্ন।
কোনো পুকুর এ বৈদ্যুতিক শক দিলে বা কোনো ভাবে কোনও বৈদ্যুতিক খুঁটি বা কোনো তার পুকুরে পড়ে গেলে সেটি যদি হাই ভোল্টেজ এর হয় তাহলে পুকুর এর সমস্ত মাছ এই মারা যাবে ও পুকুরের জলের ওপর ভেসে উঠবে। যেহেতু পুকুরের জল বিদ্যুৎ সরবরাহে সক্ষম তাই সেই বিদ্যুৎ মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর দেহে প্রবেশ করবে ও তারা তৎক্ষণাৎ মারা যাবে।
rafirayhan publisher