Answered 2 years ago
আপনি কী জানেন? ডলফিনরা দল বেঁধে সমুদ্রে খুবই দ্রুত যাতায়াত করে। সেসময় তাদের গড়ে গতি হয় 60 km/h, মানে এতটাই দ্রুত যে তাদের সামনে থেকে কী আসছে তা বোঝার ও সুযোগ নেই। তাহলে সামনে থেকে কী আসছে তাঁরা কী করে বোঝে? তাঁরা সাধারণত এক প্রকারের আওয়াজ করে চলে যা 20 khz এর বেশি হয়ে থাকে মানে আল্ট্রাসনিক সাউন্ড/অতিস্বনক শব্দ। এই আওয়াজ যখন কোনো জিনিসে লেগে তাদের কাছে ফিরে আসে তখন তাদের মাথায় সেই জিনিসের এক 2D ইমেজ তৈরি হয়। আর এতেই তাঁরা বুঝতে পারে সামনে কী আছে, এটা ওরা শিকারের জন্য ও অনেক সময় ব্যবহার করে থাকে। বাদুররা ও কিন্তু এই একই পদ্ধতিতে রাতে শিকার করে আর একে বলে ইকোলোকেশন।
এবার প্রশ্নের উত্তরে আসি। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হল ফ্যাথোমিটার। এই যন্ত্রটা অনেকটা ডলফিনদের ইকোলোকেশনের পদ্ধতি ব্যবহার করে সমুদ্রের গভীরতাকে মাপে। আসত ধ্বনির ডাটা এক মনিটরের সাহায্যে মনেটাইজ করা হয়। সম্ভবত এই ধরনের যন্ত্র ডলফিন বা বাদুড়দের থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।
নোট: বোঝার সুবিধার জন্য একেবারে না বলে ডলফিনের উদাহরণটা দিলাম। আপনার সময় নষ্ট করে থাকলে ছোটো ভাই ভেবে মাফ করে দেবেন ।
fahima publisher