Answered 2 years ago
সমাজতান্ত্রিক ব্যবস্থা কেন ভেঙে পড়েছিল?
কার্ল মার্কস ও এঙ্গেলসের ধারণার মধ্য দিয়ে উনিশ শতকে সমাজতন্ত্র বাস্তব আকার ধারণ করেছিল। ১৯১৭ সালে লেনিনের হাত ধরে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইউরোপের কয়েকটি দেশে। তবে এক শতাব্দীর বেশি সময় সমাজতন্ত্র টিকে থাকেনি। গণতান্ত্রিক দেশগুলোতে পুঁজিবাদী দেশগুলোর সাথে সমাজতান্ত্রিক দেশগুলোর ঠাণ্ডা লড়াই এর সূত্রপাত হওয়াতে সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব হয়নি।
সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণ :
নিচে সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণগুলো আলোচনা করা হলো :
১. রাষ্ট্রীয় কর্তৃত্ব: সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তির পারিবারিক জীবন থেকে শুরু করে সব স্থানেই রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। মানুষের জীবনের স্বাভাবিকতাকে বিকাশ হবার সুযোগ দেয়া হয়না। কিন্তু মানুষ স্বাধীন ও মুক্ত হয়ে থাকতে ভালবাসে। মানুষ জীবনের এই অধীনতাকে মেনে নিতে না পেরে এ শাসনব্যবস্থার বিরূপ প্রভাব পড়ে। এজন্য এ শাসনব্যবস্থা গড়ে উঠেনি।
২. প্রয়োগিক দুর্বলতা : সমাজতন্ত্র শাসনব্যবস্থা ভেঙে পড়ার আরেকটি কারণ হচ্ছে প্রায়োগিক দুর্বলতা। এ তত্ত্বটি বাস্তব রূপ পাওয়ার পর মাত্র এক শতাব্দী টিকে ছিল। সমাজতন্ত্রের প্রবক্তরা সমাজতন্ত্রের তাত্ত্বিক দিকগুলো জোরালোভাবে উপস্থাপন করলেও প্রায়োগিক দিকে তেমন সফলতা দেখাতে পারেননি। এজন্যই সমাজতন্ত্র এ শতাব্দী পর ভেঙে পড়ে।
talhatolib publisher