Answered 2 years ago
ছোটবেলায় অনেক ধরণের খেলা খেলেছি। আমি মূলত ইনডোর খেলায় আগ্রহী ছিলাম। তেমনি কিছু খেলা তুলে ধরছি। এগুলো মনে হয় আজকাল আর তেমন খেলা হয় না।
চোর-পুলিশ-বাবু-ডাকাত
একটি খাতা আর কলম আর সঙ্গী চারজন হলেই এই মজার খেলাটি খেলা যায়। চারটি ছোট কাগজের টুকরায় লেখা থাকত "চোর", "পুলিশ", "ডাকাত" ও "বাবু"। কাগজের টুকরাগুলো ভাঁজ করে গুটি চালার মত নিক্ষেপ করা হত। চারজনের প্রতিজন একটি করে টুকরো তুলত। যে "বাবু" লেখা কাগজটি পেত সে জানান দিত। পুলিশ কাগজটি পাওয়া ব্যক্তিও জানান দিত যে সে পুলিশ। তার কাজ ছিল অপর দুইজনের মধ্য হতে কে চোর আর কে ডাকাত তা বের করা। এটা পালাক্রমে হতো। কখনও তার কাজ হত চোর বের করা, আবার কখনও ডাকাত। যদি তার অনুমান সঠিক হয়, তবে তার জন্য পয়েন্ট হত ৫০০। ধরা পড়া চোরের বা ডাকাতের পয়েন্ট হতো শূণ্য। আর অনুমান সঠিক না হলে পুলিশের পয়েন্ট হবে শূণ্য। আর বাবু এসবের ঝামেলা হতে মুক্ত। তার পয়েন্ট ১০০০। এভাবে কয়েকটি দানে যে সবচেয়ে বেশী পয়েন্টে এগিয়ে থাকবে সে বিজয়ী।
মাথা গণনা
স্কুলের ক্লাসে অনেককেই এটি খেলতে দেখেছি। কোনো একটা বই নেওয়া হত। সাধারণত যে বইয়ে অনেক বেশী মানুষের চিত্র আছে। তারপর একজন বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে (বৃদ্ধাঙ্গুলি দিয়ে দ্রুত কার্ড শাফলের মত) একজায়গায় থেমে যেত। তারপর সেই পৃষ্ঠা খুললে যে কয়টি মানুষের ছবি পাওয়া যেত, তার পয়েন্ট হতো তত। আর কোন মানুষের ছবি না পেয়ে শুধু লেখা আসলে পয়েন্ট হতো শূণ্য। এভাবে যে বেশী পয়েন্ট পাবে সে বিজয়ী হবে।
কলম টোকা
স্কুলের বেঞ্চের উপরে কয়েকজন কলম নিয়ে বসত। লক্ষ্য থাকতো নিজের কলমে টোকা দিয়ে আরেকজনের কলমকে বেঞ্চ থেকে ফেলে দেওয়া। শেষমেষ যে কলমটি টিকে থাকতো সেই হতো জয়ী। স্কুলের স্যারদের কাছে এটি খুবই অপছন্দের বিষয় ছিল। তারা এই খেলা খেলতে দেখলে বকা বকি করত, কলম খেলার জিনিস নয় বলে।
ডট বক্স খেলা
একটা কাগজে ফাঁক দিয়ে অনেকগুলো ডট আকা হত। এরপরের কাজ হতো কলম দিয়ে উপর-নীচ কিংবা বাম-ডানে পাশপাশি দুটি ডট যোগ করা। যদি ডট যোগ করে একটি বর্গাকার ঘর তৈরী হয়ে যায়, তবে শেষ লাইন টানা ব্যক্তির নামে সেই ঘরটি হয়ে যাবে। মোটামুটি এই ছিল নিয়ম। সবগুলো লাইন টানা হয়ে গেলে শেষে কার নামে কতগুলো ঘর তা গণনা করা হতো।
ইংরেজী শব্দ বানানো
কাগজে অনুভূমিক ও সমান্তরাল কতগুলো লাইন টেনে ঘর করা হত। তারপর একজন একটি ঘরে একটি ইংরেজী বর্ণ লিখত। আরেকজন সেই বর্ণের পাশে (উপরে নিচে ডানে বা বায়ে) আরেকটি বর্ণ লিখত। এভাবে শব্দ তৈরী হত। যে শেষ বর্ণটি বসিয়ে শব্দ তৈরী করতে পারত শব্দের বর্ণ সংখ্যা অনুযায়ী তার তত পয়েন্ট হত। লক্ষ্য থাকত বড় বড় শব্দ তৈরী করার।
Tic Tac Toe ( আমরা বলতাম কাটাকুটি )
খেলাটা অনেকেই জানেন। তাই আর তেমন বলছি না। তবে খেলাটার ট্রিক জেনে গেলে, এটি বেশ বিরক্তিকর হয়ে পড়ে। যেমন- আমি ১০০% নিশ্চয়তা দিতে পারি, আমাকে এই খেলায় কেউ হারাতে পারবে না। বড়জোর ড্র হতে পারে। কিন্তু আমি কখনই হারবো না।
কাগজে ক্রিকেট
বৃষ্টিতে খেলার মাঠ ভেজা থাকলে কাজেই খেলা হত ক্রিকেট। একটি কাগজে একটি বৃত্ত এঁকে সেটিকে কয়েকটি ভাগে ভাগ করা হত। কোনো ভাগ লেখা হত ৬ রান, কোথাও ৪, কোথাও ১, কোথাও "ওয়াইড বল", কোথাও "বোল্ড"। এরকম প্রতিটি ভাগকে ক্যাটেগরি করা থাকত। এবার একজন দুইটি টিমের প্রতিটি প্লেয়ার একটি কলম নিয়ে বৃত্তের কেন্দ্রে পয়েন্ট করে রাখত। তারপর সে যখন চোখ বন্ধ করত, তখন আরেকজন কাগজের ওরিয়েন্টশন কিছুটা চেঞ্জ করে দিত। এরপর চোখ বন্ধ করেই সেই কলম ধরে থাকা প্লেয়ারটি বৃত্তের কেন্দ্র থেকে পয়েন্ট টি সরিয়ে পাশের কোনো একজায়গায় পয়েন্ট করত। যে ভাগে তার কলমটি পড়ত সে অনুযায়ী ফলাফল নির্ধারিত হত। কখনও সেটি ৪ কখনও বা সেটি আউট। আউট হয়ে গেলে পরের প্লেয়ার আসবে। এভাবেই খেলা হত কাগুজে ক্রিকেট।
Harun Khan publisher