বিয়ে করার কোন উপকারিতা নেই।কারণ আপনার একটা চাহিদা আছে আর আপনার সঙ্গীর একটা চাহিদা আছে।হতে পারে আপনার দাবি যা তাকে আপনার সঙ্গী দাসত্ব মনে করে।আর আপনার সঙ্গীর যা দাবি তা আপনার পক্ষে মেটানো সম্ভব না।যেমন আপনার কথার কথা ধরুন আপনার বা আমার স্ত্রী হয়ত একাধিক সম্পর্কে জড়িত একদিন তাকে আপনি আপওিকর অবস্থায় আরেকজনের সাথে দেখলেন আপনি তাকে মাফ করে দিলেন,কিন্তু পরে আপনাকে সে বলল পরকীয়া আমার অধিকার।অথবা এও হতে পারে আপনার স্ত্রী আপনি ছাড়া অন্য কোন সম্পর্কে জড়িত না কিন্তু আপনি কম টাকা ইনকাম করেন আর আপনার বউ অনেক ইনকাম করে।একদিন আপনার বাবা মায়ের খুব অসুখ হল চিকিৎসার জন্য সে এক পয়সাও দিল না।তো এরকম সমস্যার কোন সমাধান নেই।তাছাড়া কোন মেয়ে যদি কোন মিথ্যা অভিযোগ দিয়ে কোন ছেলেকে ফাসায় তো সবাই তাকে বিশ্বাস করে।ছেলেটাকে কেউ বিশ্বাস করে না।
mstsalmakhatun publisher