Answered 2 years ago
যে সবকিছু ঠিক করে দিতে পারবেন, যার কোনো অভাব নেই, যার কারো সাহায্যের দরকার পরে না, যে নিজে একাই স্বয়ং সম্পন্ন বলেই আপনাকে সাহায্য করতে পারবে, যে নিজে সবসময় আপনার ভালো চায় তার ওপর ভরশা করুন।
এক্ষেত্রে………
১/ আপনার জানতে হবে কে আছেন এমন?
আপনি ভাবুন………সবকিছুর শেষে আপনি এমন সত্তার কাছে পোঁছাবএন যে একমাত্র সৃষ্টিকর্তা।
২/এখন জানতে হবে কে সেই সৃষ্টিকর্তা?
একাধিক সৃষ্টিকর্তা কখনই থাকবে না। কারন তারা উভয়েই সমান শক্তিশালি হলে তো উভয়ই ধ্বংস হয়ে যেতো। তাই অবশ্যই সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়
দেখুন কোরআনে কি বলা হয়েছে,
বলুন, তিনি আল্লাহ, এক,
আল্লাহ অমুখাপেক্ষী,
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
এবং তার সমতুল্য কেউ নেই।
-সূরা ইখলাস ১-৪
আল্লাহ এমন এক সত্তা যার কোনো অভাব নাই। তাই আপনি একমাত্র তার ওপরই ভরসা করতে পারবেন নিশ্চিন্তে।
(কোনো বিষয়ে সন্দিহান থাকলে পড়ুন, জানুন সঠিক উপায়ে। আর যদি অহঙ্কারবশত অস্বীকার করেন তাহলে আফসোস আপনার জন্য)
chayan publisher