Answered 2 years ago
না, হয় না
ভাইরে ম্যাচিউর বলতে আমি যা বুঝি, তাহলো আপনি যখন বুঝবেন পরিবারের প্রতি আপনার কি দায়িত্ব ,সমাজের প্রতি আপনার কি দায়িত্ব ,মানুষের প্রতি আপনার কি দায়িত্ব তখনি আপনি ম্যাচিউর। আর আপনার যদি ৭০ বছর হয় আর আপনি এসব দায়িত্ব সম্পর্কে উদাসীন তখনো আপনি যথেষ্ট পরিপক্ক ( ইমম্যাচিউর )নন। এই হলো কথা। অর্থাৎ আপনার দায়িত্ব সম্পর্কে আপনি যখন সচেতন হবেন তখনি আপনি পরিপক্ক। বয়স কোন ব্যাপার না। অনেক কে বলতে শোনা যায় যে আমি ম্যাচিউর কারন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। বিশ্ববিদ্যালয়ে পড়লেই ম্যাচিউর হওয়া যায়না। যারা এসব কথা বলে তারা একখনো ম্যাচিউর হয়নাই।
nadimrayhan publisher