Answered 2 years ago
সব কিছুতেই সমস্যা কি না জানি না, কিন্তু অসভ্যতা তো বটেই।
অনেক রক্ত ঝরিয়ে মানবসভ্যতা আজ কয়েকটি সাধারণতঃ গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছেছে, যেমন
মানুষকে সাধারণ জন্তু জানোয়ারের মতো বেচা কেনা করা যাবে না বা
বাচ্চাদের সাথে দাম্পত্যসম্পর্ক অবিধেয় বা
মানুষ বা প্রাণী কাউকে অনর্থক যন্ত্রনা দিয়ে মারার দরকার নেই বা
যার সাথে আমার কোনো বিরোধ নেই তার সাথে বিরোধ বাঁধানোর কোনো দরকার নেই । এইগুলি সভ্যতার অঙ্গ, অতীতে আমাদের অনেক পূর্বপুরুষরাই এই অসভ্যতার দোষে দোষী, তার মানে এই নয় যে এই অমানবিকদিক গুলি ফিরিয়ে আনতে হবে।
এইবার কতকগুলি বিখ্যাত মন্তব্য দেখা যাক। আমি জাকির নায়েক ধরণের অর্ধশিক্ষিত লোকের কথা ধরছিই না।
"পাকিস্তান বাংলাদেশে এতদিন ওর সাজা হয়ে যেত।" (নাসিরুদ্দিন শাহের মন্তব্য, নুপুর শর্মা সম্পর্কিত বিতর্কে)
"সব আর এস এসের ষড়যন্ত্র" (সংখ্যালঘু মন্ত্রকের মন্ত্রী এ আর আন্তুলে এই বক্তব্য রেখেছিলেন ভারতের বুকে সব চাইতে বড় আতঙ্কবাদী হামলার পরে)
"আমরা ভারতকে ২০৪৭ এর মধ্যেই ইসলামী রাষ্ট্র বানিয়ে দেব" (উক্তিটি আছে বিশেষ সংগঠনের বিশেষ বইয়ে যারা ১৫০০০ যুবককে অস্ত্রশিক্ষা দিয়ে রীতিমতো বিখ্যাত)
এইবার ভেবে দেখুন আইসএসআইএস এর আতঙ্কবাদীদের যারা ছবছরের ইএজিদি বাচ্চাদের বাজারে নিলাম করেছিল। সেইসব বর্বরদের যারা বিধর্মী মহিলার শরীর থেকে জীবন্ত চামড়া খুলে নেওয়াটা খেলায় পরিণত করেছিল। বা সেই বিশেষ ধর্মিয় সেবকরা যারা বিধর্মীকে মেরে খুনটাকে লাইভ স্ট্রিম করতে ভোলে না। বা সেই বিধর্মী মানসিক রোগগ্রস্ত যুবকের কথা মনে করুন যার মাথা বিশেষ ধর্ম অবমাননার দায়ে কাটার পরে তার মাথা নিয়ে ফুটবল খেলার ভিডিও ইউটিউবে তুলে দেওয়া হয়। এই আচরণগুলোর কোনো প্রতিবাদ বিশেষ সম্প্রদায় থেকে আদৌ হয় নি।
এগুলো সভ্যতা? অসভ্য তো বটেই। বর্বর বললেও কম বলা হয়।
mahbubalom publisher