সবাইকে বিয়ে করতে হবে কেন?

1 Answers   10.1 K

Answered 2 years ago

সবাইকে বিয়ে করতে কেউ কী জোর করেছে। একটা সুন্দর জীবনের খুসি ,আনন্দ, স্বাধিনতা , পার্সোনালেটি একটি মেয়ে মানুষের হাতে তুলে দেওয়া । তার পর সারা জীবন মেটি আপনাকে রিমোট কন্ট্রোল করে ফেলে লাল সবুজ বাটন দাবিয়ে আপনাকে আনন্দ ও দুঃখের সিমাবধ্যতায় রেখে দেবে। তার চেয়ে ভালো জীবনে একা থেকে জীবন কে ধর্ম এবং ঈশ্বর এর প্রতি নিজেকে বিলিন করে দিয়ে। মৃত্যুর ওপারে দিন গুলো ভালো রাখার প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
Anis
Anis
238 Points

Popular Questions