Answered 3 years ago
মোবাইল ডাটা অন রাখলে মোবাইল এর কোন ক্ষতি হয় না। তবে এলাকায় যদি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি জনিত কোন সমস্যা থাকে( হুট হাট থ্রি জি থেকে ফোর জি বা টু জি হয়ে যাওয়া) এমন থাকে তাহলে ফাস্ট চার্জ ড্রেইন হতে পারে। বাংলাদেশের মোটামুটি সব এলাকায় ই এই সমস্যা রয়েছে। চার্জ ড্রেইন ছাড়া আর কোন সমস্যা নাই। ধন্যবাদ।।
Nayeem Khan publisher