সবসময় মনে আসে আমি হয়তো বেশিদিন বাঁচবো না, এটা থেকে পরিত্রাণ পাবো কিভাবে?

1 Answers   4.7 K

Answered 2 years ago

একজন আলেম, আফ্রিকার কোন একটি দেশে গিয়েছিলেন। সেখানে তার বিভিন্ন কাজের মধ্যে, একবার সংবাদ পেলেন - জেলখানায় গিয়ে উপদেশমূলক কিছু বলতে হবে। তিনি খুশিমনে গিয়েছেন। সেখানে গিয়ে জানতে পারলেন, ফাঁসির আসামিকে উপদেশমূলক কিছু বলতে হবে। তিনি একটু চিন্তায় পড়ে গেলেন - যে লোকটি কয়েকদিন পরে মরে যাবে, তাকে কি উপদেশ দিবেন !!

যখন ওই আসামীর সাথে দেখা হলো, তখন সেই আলেম বললেন - আলহামদুলিল্লাহ্‌। এই কথা শুনে, ওই আসামী, পুলিশ, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আলেম বললেন - আপনার গায়ে যে বিশেষ রঙের পোশাক রয়েছে, সেটা দেখে বোঝা যায় আপনি ফাসির আসামী, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। আপনার মতন আমরা সবাই মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমাদের গায়ে বিশেষ ধরনের পোশাক নেই বলে, বিষয়টা বোঝা যায় না। আপনি মৃত্যুর তারিখ জানেন বলেই, আপনার তওবার সুযোগ আছে। অন্যরা মৃত্যুর তারিখ না জানার জন্য, তওবা করার এত ভালো সুযোগ পায় না। এভাবে চিন্তা করলে, আপনি আসলে ভাগ্যবান।

Abdul ALi
abdulalii
304 Points

Popular Questions