সবথেকে বড় পশুর নাম কী?

1 Answers   7.5 K

Answered 2 years ago

সবচেয়ে বড় প্রাণীর নাম নীল তিমি আর সবচেয়ে বড় পশুর নাম আফ্রিকান হাতি।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। এমনকি ডাইনোসররাও আকারে নীল তিমির চেয়ে ছোট ছিল।

নীল তিমি আকারে ২০০ টন পর্যন্ত হতে পারে। তবে গড়ে এরা ১০০ থেকে ১৫০ টন হয়ে থাকে।

নীল তিনি আকারে একটি বোয়িং ৭৩৭ বিমান অথবা লম্বালম্বিভাবে রাখা ৩টি দোতলা বাস অথবা লম্বালম্বিভাবে রাখা ৫টি আফ্রিকান হাতি অথবা লম্বালম্বিভাবে রাখা ১১টি ছোট গাড়ি অথবা লম্বালম্বিভাবে রাখা ১৭টি মানুষের সমান।

অন্য দিকে আফ্রিকান হাতির গড় ওজন ১৮ হাজার ৫০০ পাউন্ড

( ৮ হাজার ৫০০ কেজি)। এটি ২৭ হাজার পাউন্ড (১৩ হাজার কেজি) পর্যন্ত ওজনের হয়। আফ্রিকান হাতি সর্বোচ্চ ২১ ফুট এবং গড়ে ৮.৫ ফুট পর্যন্ত লম্বা হয়।

Shilpi
Shilpi
462 Points

Popular Questions