চলচ্চিত্র তো জীবনেরই প্রতিবিম্ব।প্রতিটা চলচ্চিত্র ই কিছু না কিছু বার্তা দিয়ে যায়।তবে সেটা বুঝতে পারাটাই আসল কথা।গ্যাংস্টার মুভি দেখে কেউ ডায়েরিতে টুকে নেয় এমরান হাসমীর প্রেমিকাকে মাঝরাতে একাকী ছাদে নেয়ার অব্যার্থ কৌশলগুলো। আবার কেউ দেখে একতরফা প্রেম কিভাবে শেষ পর্যন্ত কলিজা পোড়া গন্ধে সমাপ্তি পায়।আবার ৩ ইডিয়টস থেকেও কেউ কেউ মুফতে বিয়েবাড়িতে ভূরিভোজের আইডিয়া খুঁজে নেয়।সম্পূর্ণ ব্যাপারটাই দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে।আমির খানের "পিকে" দেখতে পারেন।চোখের সামনেই আছে কিন্তু কখনো চোখ পড়েনি এরকম অনেক কিছু দেখতে পারবেন।টম ক্রুজের "এ ফিউ গুড ম্যান"।ওহহ অক্ষয় কুমারের "ধারকান"। প্রতিটা ওয়ান সাইডেড আশিকের জন্য এটা একটা জীবন্ত বাইবেল!
rayhanrafi publisher