সবচেয়ে ভালো ভিডিও এডিটিং & ক্রিয়েটিং সফটওয়্যার কোনটি?

1 Answers   4.8 K

Answered 2 years ago

সবচেয়ে মোবাইলের ক্ষেত্রে ভিডিও এডিটিং এর সফটওয়্যার গুলোর মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে সেটা হল KineMaster. মোবাইলের সফটওয়্যার গুলোর মধ্যে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এ সফটওয়্যার রয়েছে বিভিন্ন ধরনের ফিল্টার এবং বিভিন্ন ধরনের ইফেক্ট। কালার গ্রেডিং এর জন্য আপনি চাইলে Capcut app ব্যবহার করতে পারেন। এই দুইটা হলো সবচেয়ে ভালো ভিডিও এডিটিং মোবাইল সফটওয়্যার।


আর আপনি যদি কম্পিউটার কিংবা ডেক্সটপ এর মাধ্যমে ভিডিও এডিটিং করতে চান। তাহলে আপনি camtasia 9 ব্যবহার করতে পারেন। যদি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারের কনফিগারেশন অনেক উন্নত মানের হয় তাহলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার (Adobe Premiere Pro) ব্যবহার করে উন্নত মানের ভিডিও এডিটিং করতে পারেন। ধন্যবাদ


Masum
Masum
291 Points

Popular Questions