সবচেয়ে বড় ঘাস কী?

1 Answers   13.7 K

Answered 2 years ago

সবচেয়ে বড় ঘাস হল বাঁশ (Dendrocalamus giganteus) এটি হল বৈজ্ঞানিক নাম। সাধারনত এই বাঁশ ড্রাগন বাম্বু, জায়েন্ট বাম্বু নামে পরিচিত । এর গড় উচ্চতা ৬৫ থেকে ৮২ফিট হয় ( ২০ থেকে ২৫ মিটার ) । ভারতের অরুণাচল প্রদেশে সব থেকে বড় ড্রাগন বাম্বু পাওয়া গেছে, যার উচ্চতা ১৩৭.৮ ফিট (৪২মিটার) ।

Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions