Answered 2 years ago
হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার কম্পিউটারের দুটি অংশ।তবে এরা সম্পূর্ণ ভিন্ন।এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।উল্লেখযোগ্য কয়েকটিই এখানে দেয়া হলো:
১. একটি কম্পিউটার ব্যবস্থার বিভিন্ন অংশ বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে।•সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি,কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি যা কম্পিউটারকে নির্দশ করে কি করতে হবে এবং তা কিভাবে করতে হবে।
২. হার্ডওয়্যার ধরা যায়।•সফ্টওয়্যার ধরা যায় না।
৩. হার্ডওয়্যার শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হলে ক্ষতি বা ভেঙে যেতে পারে।• সফটওয়্যার এ শারীরিক আঘাত করা যায়না।
৪. হার্ডওয়্যার হলো অনেকগুলো যন্ত্রপাতির সমষ্টি।• সফটওয়্যার হলো অনেকগুলো নির্দেশ বা কমান্ডের সমষ্টি।
৫.হার্ডওয়্যার কম্পিউটারের যন্ত্রাংশ যা দেখা যায়।•সফটওয়্যার হলো কম্পিউটারের প্রোগ্রাম যা দেখা যায় না।এটি মনিটরের পর্দায় বিভিন্ন রুপে ভাসে যাতে আমরা কাজ করি , লেখালেখি করি।
সহজভাবে বলতে গেলে হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ আর সফটওয়্যার হলো কম্পিউটারের প্রান। এটি একটি অপরটির পরিপূরক।
rafirayhan publisher