সফল হতে আপনার কী কী কাজ করা উচিত?

1 Answers   14 K

Answered 2 years ago

সফল হওয়ার হাজারটা উপায় আছে।

তবে সহজভাবে বলতে গেলে আপনাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে একমাত্র তাহলেই সফলতা আপনার কাছে ধরা দিতে বাধ্য।

লালনের কথায় বলতে চাই, " সময় গেলে সাধন হবে না।"

তাই বিগত দিনে যা করেছেন তা ভুলে যান।

যত ব্যর্থতা তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং আজ থেকেই এক্কেবারে শূন্য থেকে শুরু করুন।যখনই আপনি শুরু করবেন তখনই আপনার সময় শুরু।তাই দেরি করবেন না বৃথা সময় নষ্ট করবেন না।

আর খুব ছোট্ট কিছু জিনিস অনুসরণ করুন।

★প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন।

★রাতে ঘুমাতে যাওয়ার আগে আগামী দিনের কাজের তালিকা প্রস্তুত করুন।

★নিজের প্রতি বিশ্বাস রাখুন। কারণ চেষ্টা থাকলে সবই সম্ভব আপনার দ্বারা।

★প্রতিদিনের কাজ প্রতিদিন করতে চেষ্টা করুন।কাজ জমে গেলেই আপনার মধ্যে অনীহা আসবে আর কাজ জমে জমে দীর্ঘ হতে থাকলে একসময় আপনি অলস হয়ে পড়বেন।

★প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার বন্ধ করুন। কারণ বর্তমানের সফলতার সবচেয়ে বড় বাধা আমি মনে করি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। কোনো মাদকের চেয়ে কোনদিক দিয়েই কম নয় এই মোবাইল ফোনের নেশা।

★ধর্মীয় অনুশাসন মেনে চলুন, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন আপনার পরিশ্রমের ফল কখনোই বৃথা যাবে না।

Shilpi
Shilpi
462 Points

Popular Questions