সফল হওয়া এত কঠিন কিন্তু বিফল হওয়া এত সহজ কেন?

1 Answers   4.8 K

Answered 1 year ago

কারণ: মানুষের জন্য আমাদেরকে নিচু দেখানো এবং লুজার বলা সহজ, সে কারণে তারা সবসময় এটা করার চেষ্টা করে। অন্যদের চোখে আমরা সবসময় ব্যর্থ এবং তারা চায় আমরাও নিজেদেরকে সেভাবে দেখি। এর প্রতিক্রিয়া আপনি জানেন, মানুষ নিজেকে যেভাবে জানে সেভাবেই সে অন্যকে পরামর্শ দেয়। খুব কম লোকই আমাদের কঠোর পরিশ্রম করতে এবং সফল হতে উত্সাহিত করে। ব্যর্থতা খারাপ, এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শৈশবকাল থেকেই বেশিরভাগ লোকের সাথে এমন আচরণ করা হয়েছে যে তারা কোনও ভালো কিছু করতে বা হতে পারবে না। যদি এটা কখনোই সত্য নয়। আমাদের ইচ্ছাই আমাদের পরিবর্তন করতে দেয় না। অর্থাৎ ভালো কিছু বা বড় কিছু করার ইচ্ছাই কখনো হয় না আমাদের। ব্যর্থতাকে অতিরঞ্জিত করা হয়েছে জীবনে অর্জন করা খুবই খারাপ জিনিস হিসেবে। অথচ সফলতার চেয়ে ব্যর্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যর্থতা আপনাকে বলে যে কোন ভুলগুলো আপনার উন্নতি করতে হবে। সফলতা একটা রাস্তার মত, এমন একটা রাস্তা যেটাতে গর্ত আছে। এবং সেই গর্তগুলোই হলো ব্যর্থতা। আপনি কি বিষয়টি বুঝতে পেরেছেন? আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাদের স্কুটারে করে দাদির কাছে নিয়ে যেতেন। আমি রাইড উপভোগ করতাম কিন্তু একই সাথে রাস্তার মাঝখানে খাদের জন্য ভয় পেতাম (একবার আমাদের স্কুটারটি খাদের মধ্যে পড়ে নিচে পড়ে গিয়েছিল)। সেই থেকে আমি ১,২ গুনতাম এই আশায় যে আমরা শীঘ্রই সেখানে পৌঁছব। একই জিনিস সাফল্য এবং ব্যর্থতার সঙ্গে, অর্থাৎ আপনি যদি ব্যর্থতায় ছেড়ে না দিয়ে শিক্ষা হিসেবে ধরে নেন তবে সাফল্য নিশ্চিত। আমি নিজেও সাফল্যের অপেক্ষায় আছি। এবং আপনার সাফল্যের জন্য শুভ কামনা।
Skandar Mia
skandermia
336 Points

Popular Questions