সফটওয়্যার বানাতে যদি সফটওয়্যারের প্রয়োজন হয়, তবে প্রথম সফটওয়্যার কিভাবে বানানো হয়েছিল?

1 Answers   8.5 K

Answered 2 years ago

মেশিন কোডের সাহায্যে প্রথম সফ্টওয়্যারটি চালানো হয়েছিল ১৯৪৮ সালের ২১শে জুন, সকাল ১১টা নাগাদ। এই নিবন্ধে বিশদ জানতে পারা যাবে— A Brief History of Software Development From massive machines like the ENIAC computer to smartphones and other mobile devices, computing has seen incredibly rapid technological… https://medium.com/@micahyost/a-brief-history-of-software-development-f67a6e6ddae0#:~:text=Computer%20scientist%20Tom%20Kilburn%20is,University%20of%20Manchester%20in%20England. সফ্টওয়্যার আসলে কী? বিদ্যুৎ তরঙ্গের ছাপ বিশেষ। বিভিন্ন মাত্রার বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে সাংকেতিক ভাবে তথ্য তুলে ধরা-ই সফ্টওয়্যার-এর কার্যকারিতার মূল। অতিশয় দক্ষ কম্পিউটার বিজ্ঞানীরা অতীতে পাঞ্চ-কার্ড পদ্ধতির সাহায্যে কম্পিউটার যন্ত্রকে প্রয়োজনীয় তথ্য বা নির্দেশ জানাতেন। যে গাণিতিক ব্যবস্থা (বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল প্রভৃতি) ব্যবহার ক'রে কোনো কম্পিউটার তৈরি হয় সেই অনুযায়ী উপযুক্ত বিদ্যুৎ তরঙ্গ ব্যবহার করেই সফ্টওয়্যার বানানো যায়, আলাদা কোনো সফ্টওয়্যারের সাহায্য ছাড়াই, আজকাল যা ভাবতেও অবাক লাগে।
Mimi Islam
mimiislam
300 Points

Popular Questions