সফটওয়্যার তৈরি করতে গেলে কোন কোডিং বা প্রোগ্রামিং শেখা উচিত?

1 Answers   5.1 K

Answered 2 years ago

সফটওয়্যার বানানোর জন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরণের সফটওয়্যার তৈরি করবেন। সেটা ওয়েব বেজড না লোকাল।শেখার জন্য শুরুতে কোন সহজ প্রোগ্রামিং ভাষা নিয়ে প্র্যাকটিস করা উচিৎ।এরপর কোন ল্যাঙ্গুয়েজে আপনি সাচ্ছন্দ বোধ করেন সেটা বুঝার জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজ চেক করে দেখতে হবে।আপনি PHP নিয়ে কাজ করতে পারেন। তবে এর আগে HTML, CSS, Bootstrap (এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়) দরকার হবে।


Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions