সন্তানের মা-বাবার সাথে ঘুমোনোর (co-sleeping) কি কোনো বৈজ্ঞানিক লাভ আছে? কোন বয়স পর্যন্ত তা যুক্তিযুক্ত এবং পাশ্চাত্যে এর চল নেই কেন?

1 Answers   2.8 K

Answered 2 years ago

বিশেষ কোন লাভ আছে বলে আমার জানা নেই। আমার মতে এক সাথে না ঘুমানোটাই ভাল। কারন বাচ্ছারা যখন বড় হয় তখন তারা পিতা মাতার সেক্স দেখে কোন না কোন ভাবে। এইটা তাদের মাথায় গেথে থাকে। পরবর্তীতে ছেলে বড় হলে তখন মা এর প্রতি যৌন আকর্ষণ হয়ার সম্ভাবনা থাকে।

পাশ্চাত্যে আমাদের দেশের মত এত মায়া মমতা বাচ্চাদের প্রতি নেই। তারা তাদের ব্যক্তিগত জীবন উপোভোগ করে। তাই তারা বাচ্চা ছোট থাকতেই আলাদা ঘুমানোর ব্যবস্থা করে এবং ১৮ বছর হবার পর সম্পুর্ন লাগাম ছাড়া করে দেয় সন্তানের।

Saker
Saker
463 Points

Popular Questions