সঠিক পথে জীবনকে পরিচালনা করতে চায়. অভিজ্ঞতা থেকে উপদেশ দিবেন কি?

1 Answers   2.9 K

Answered 2 years ago

জীবনকে সঠিক পথে পরিচালনা মানে হচ্ছে সৃষ্টিকর্তার নিয়ম মেনে জীবন পরিচালনা করা।

যাবতীয় ভালো কাজের মূল রহস্য কি ?

সৃষ্টির নিয়ম গুলো যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি। তাহলেই কেবল আমাদের জীবন সুন্দর হতে পারে। প্রকৃতি জগৎ, পাখির কিচিরমিচির, ভোরের আলো , প্রকৃতি জেগে ওঠে, কিন্তু আমরা ঘুমাই।

আল্লাহ তায়ালা দিনকে কাজের জন্য সৃষ্টি করেছেন, তিনি বলেন সালাত আদায় করে রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো।

আমরা দেখি পাখিগুলো সকাল বেলা বাসা থেকে বের হয় সন্ধ্যায় ঘরে ফিরে। আর আমরা, যেখানে রাতকে বিশ্রামের জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা সৃষ্টির নিয়মের বাইরে গিয়ে কিভাবে ভাল থাকব? এজন্য আমাদের পূর্বপুরুষরা দীর্ঘজীবী ছিলেন। তারা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতেন আবার ভোরে শয্যা ত্যাগ করতেন । তারা কিন্তু প্রকৃতির নিয়মের মধ্যেই ছিলেন।

কম ঘুমিয়ে কি সুস্থ থাকা যায় ?

আশা করি সৃষ্টির নিয়মের মধ্যে যদি জীবন পরিচালনা করা যায়, আমরা সুখী সুন্দর জীবন লাভ করতে পারব ইনশাল্লাহ। প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ

Minarul
Minarul
377 Points

Popular Questions