সঞ্চয় করা একজন ব্যক্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ?

1 Answers   14.1 K

Answered 2 years ago

যাদের প্রয়োজনের তুলনায় আয় কম তাদের জন্য সঞ্চয় করাটা অনেক সময় জরুরী হলে হতেও পারে৷ তবে আমি আমার ব্যক্তিগত জীবনে সঞ্চয়ের ব্যাপারে খুব একটা আগ্রহী নই৷

কারণ আমি লক্ষ্য করেছি সঞ্চয় করলে সম্পদে যত বরকত হয় তার চেয়ে অনেক বেশি বরকত হয় দান করলে৷

হাদিসে আছে যে, দানের ক্ষেত্রে কেউ আল্লাহকে হারাতে পারবেন না৷ অর্থাৎ, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু দান করবেন আল্লাহ তার চেয়ে অনেক বেশি কিছু আপনাকে ফিরিয়ে দেবেন৷

রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের মধ্যেও কেউ সম্পদ জমা করে রাখতেন বলে জানা যায় না৷ তারা সকলেই অনেক দানশীল ছিলেন৷

Tithi Khatun
tithikhatun
444 Points

Popular Questions