সংস্কৃত শেখার জন্য কোন বইটি পড়ব?

1 Answers   12.3 K

Answered 2 years ago

সংস্কৃত শেখার জন্য , বাজারে অনেক রকম বই রয়েছে। আপনি যেহেতু প্রশ্ন করেছেন সংস্কৃত শেখার জন্য কোন বইটি পড়বো, তো ধরেই নিচ্ছি আপনি সংস্কৃতের কিছুই জানেন না ,একদম শুরু থেকে পড়বেন।

এ অবস্থায়, আমার মতে, সব থেকে সাহায্যকারী বই হলো, বর্তমানে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষায় ব্যবহৃত অষ্টম শ্রেণীর সংস্কৃত ভাষা শিক্ষার বই। আমি যখন ক্লাস এইটে পড়তাম ,তখন সংস্কৃত ভাষাটি পড়া ও শেখার জন্য এই বইটির পুরনো সংস্করণটি আমাকে অনেক সাহায্য করেছিল।

দেবনাগরী তথা সংস্কৃত অক্ষর শেখা ও সে সম্বন্ধে জ্ঞান লাভ করা থেকে শুরু করে ,সংস্কৃত যুক্তাক্ষর, সংস্কৃত শব্দ চেনা, সংস্কৃত অক্ষরে লেখা গল্প , ধাপে ধাপে পাবেন এই বইটি তে।

তবে সেই সঙ্গে কোন একজন সংস্কৃত বিষয়ে পন্ডিত মানুষেরও সহায়তা নেবেন তাহলে এই বিষয়টি সম্পর্কে শিক্ষা লাভ ও জ্ঞান লাভ করা আরো সহজ হয়ে উঠবে। ( যেমন আমার ক্ষেত্রে সংস্কৃত ভাষা শেখার পিছনে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমার স্কুলের সংস্কৃত বিষয়ের শিক্ষক শ্রদ্ধেয় অজিত মূর্মু মহাশয়। এই শিক্ষকের কাছে আমি চির ঋণী হয়ে থাকবো তিনি আমাকে সম্পূর্ণ একটা নতুন ভাষা শিক্ষা দান করেছেন)

সংস্কৃত শিক্ষার শুরুর দিকে ভাষাটিকে বেশ জটিল মনে হলেও, বেশ কিছুদিন সংস্কৃত চর্চা এবং অনুশীলনের পরে আপনিও দেখবেন খুব সহজেই সংস্কৃত শব্দ বা বাক্য সাবলীল ভাবে পড়তে বলতে ও লিখতে পারছেন, যেমন :- রমনীয়ং ইদং প্রাত:, (এটা একটা সুন্দর সকাল) বা অয়ম অস্মাকম বিদ্যালয় (এটা আমাদের স্কুল ) ইত্যাদি।

Roton Hossain
rotonhossain
135 Points

Popular Questions