শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের 'কর্তার ভূত' ব্যাখ্যা করবেন কি?

1 Answers   7.5 K

Answered 1 year ago

হা হা হা!!😆😆 স্বাধীনতা দিবসের ৩ দিন আগে প্রশ্নটির উত্তর দিতে যারপরনাই মজা পাচ্ছি। রবীন্দ্রনাথকে দেখলেই আমাদের চোখে ভেসে ওঠে লম্বা-লম্বা দাড়ি, আর গভীর চোখ, হাজার হোক, দার্শনিক মনন তো!! কিন্তু রসিকতা করতে, অচলায়তনকে কলমের খোঁচায় নাড়া দিতে তিনি যে ওস্তাদ লোক ছিলেন তা এই ছোট্ট গল্পের মধ্যে অসাধারন ফুটিয়ে তুলেছেন। অন্তর্জালে ঢুঁ মেরে জানলাম যে এই গল্প তিনি যখন লিখেছেন তখন ভারত পরাধীন, স্বরাজের দাবীতে আন্দোলন চলছে এমনকি মন্টেগু-চেমসফোর্ড রিপোর্টে সেই স্বরাজের দাবীকে স্বীকার করা হলেও ১৯১৯ সালে রাওলাট বিল এসে তাকে বাতিল করে দিল। এরপরেই দেশ জুড়ে শুরু হয়ে গেল সন্ত্রাসের রাজত্ব। কিন্তু তখনো মানুষের ঘুম ভাঙ্গল না। কেন ভাঙ্গল না? গল্পের শেষ অংশটি দেখি।
Sakib Uddin
Sakib23
297 Points

Popular Questions